শহর উঠেছে শহরে অন্য আদিমতায়,
সন্ধ্যার ডাক শুনে যত প্রাচীন ফ্ল্যাট ;
নিথর দেহে বসে থাকে, পথের বাঁকে বাঁকে  
রাত্রির সাথে সাইরেন বাজে,
          মনের রঙিন কোনে ;
জানালায় গায় অন্ধ কোকিল, ধ্বংসের প্রস্তুতি,
তরুণ সময় ছুটছে দেখো তার পিছু পিছু ।
  
দূর থেকে ভেসে আসে উল্লাসে আর্তনাদ
শহর এবার দায় নেবে তাই,
                             যা কিছু রাস্ট্রীয় ক্ষতির ।