সম্মুখে আমার প্রবীণ লাশঘর,
আর যা কিছু হাত, পা , শরীর -
সবই অসাড় মস্তিষ্কের সাথে জোড়া ;
স্বপ্নগুলি গড়াগড়ি খায় শুকনো গাছের পাতায় ,
যেখানে ধারালো শিশির আছড়ে পড়ে,
বাসর রাতে নূতন প্রেমিকার খুঁজে ।


আজ অর্থহীন শব্দগুলি আমার প্রিয় ,
প্রেমিকার ঠোঁটের নীরব উচ্চারণে ;
অস্থায়ী সম্পর্ক ছিলো কিছু আর ছিলো ভালোবাসার লেনদেন ।
মেঘলা দিনের মতো চোখে -
এখন সবই যে রক্তবিষের সামিল ।