এখানে ভালোবাসা অপরাধ , বলেছিলো
আমার তিন বছরের প্রেমিকা , স্বপ্ন ছিলো
তারও কিছুটা ছোট একটি কুঁড়েঘর আর সাংসারিক ব্যস্ততার  -
অত্যাচারে তুমুল বর্ষণে আজ সে অন্ধ , সে পেয়েছে
এ জন্মের ভালোবাসার যত কালশিটে উপহার ।


আজ সে আর কিছু বলেনা , আমাদের যা কিছু ভালোবাসা
সকলই যেন বৃদ্ধ আগ্নেওগিরির আরেক মাইলফলক -
এ যুগের জীবন্ত জীবাশ্ম ।
আমরা সেদিনের মতো আজও নীরব , এখানে
সামাজিকতার কাছে সব ভালোবাসা ম্লান ;
তাই, সহ্য করো যত পাশবিকতার
অমানবিক প্রতিচ্ছবি ।


তবুও ভালোবাসা থামেনা শেষে জীবন থেমে যায় ,
আমি আজও বেঁচে আছি শুধু মানুষের মতো নয়
যত মৃত পশুপাখির মতো ।


কিন্ত আমার নির্যাতিতা প্রেমিকা - !!!