প্রথম তোমার চোখে সেদিন দেখেছি
আমার সকল কাজের সূচনা,
তখন ছিলো উত্তরায়ণ, ঘোর প্রেমের সময় ,
তোমার কাছে আমিও ছিলাম, শুধু তুমি ছিলে দূরে ,
চলছে শরীর , চলছে হৃদয় চলছে যত -
বিরহ ভুলার বিপুল আয়োজন ;
ওগো আমার পুষ্পনয়না , কুসুম বদনা
তোমায় আমি ভালবাসি ,
আজও কেনও বোঝনি ।


তুমি আমার নিঝুম প্রেমের একলা সাথী ,
জীবন প্রদীপ জ্বালও , বলোও তোমায় কোথায় রাখি
স্বর্ণ প্রাসাদ ছাড়া ।


এখানে যত জড় নিঃশ্বাস ,
      প্রেম আসেনা চোখে ;
তোমার প্রেমে হৃদয় মাতাল ,
দিনরাত যে বসন্ত আজ ,
দুটি শরীর ঘিরে , চলো এবার প্রেম করি তাই -
         মানুষ হবো তবে ।