আমি যদি হতেম মাগো দূর আকাশের পাখি –
মেঘের হাতে পরিয়ে দিতেম ভালোবাসার রাখি।
ভোরের আলোয় আমার গানে জেগে উঠতে তুমি –
সাঁজবেলাতে যেতাম উড়ে তোমার কাছে আমি।
আমি যদি হতেম মাগো দক্ষিণা বাতাস-
ছুটে যেতাম তোমার কাছে লয়ে মনে আশ-
লুটিয়ে যখন যেতাম আমি তোমার দুটি পায়ে –
বুলিয়ে দিতে স্নেহের দুহাত আমার মাথায় – গায়ে?
বাদল কালো মেঘ হয়ে মা যদি উড়ে যাই আমি,
হৃদয় ভাঙা কান্না হয়ে যেতাম যখন নামি।
ভিজিয়ে দিতাম তোমার দু-কোল পেয়ে আমার মা কে
তখন কি মা চিনতে আমায় জড়িয়ে নিতে বুকে?
আমি যদি হতেম মাগো সন্ধ্যাদীপের শিখা
জন্ম-মৃত্যু তোমার হাতে নিত্য পেতাম দেখা।
যদি আমি হতেম মাগো রাঙা জবা ফুল –
ফুলের দলে হারিয়ে যেতাম করতে তুমি ভুল।
সাজিয়ে দিতে মায়ের পায়ে নিত্য পূজার ছলে,
পূজার শেষে দিতে ফেলে ঝরা ফুলের দলে।
আমায় তখন একটি বার ও চিনতে নাকি তুমি,
এঁকে দিতে ললাটে মোর স্নেহের চিহ্ন “চুমি”?
শঙ্কর রুদ্র
নভেম্বর ২০১৩  
জম্মু