ঘটনাচক্রে
আপনাদের সাথে যদি কখনো আমার দেখা হত ;
তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতাম :
কি ছিলো আপনাদের ?


আর
এই আমাদেরকে একবার দেখুন
কি নেই আমাদের ?


যখন-তখন হলকা মারা হঠকারী মাথা ব্যথা আছে।
ঢিপ ঢিপ শব্দে অবিরাম অনবরত
উথাল-পাথাল করা অশান্ত এবং বিষন্ন ভাবুক সময় আছে।
দাপিয়ে বেড়ানো অর্বুদ-বুদ্বুদ বিভেদ আছে।
নতুন নতুন আতঙ্কে বিভীষিকাময় বিনিদ্র অস্থির পৃথিবী আছে।
বাজীমাৎ করা ষড়যন্ত্রপূর্ণ কৃর্তী প্রতিযোগিতা আছে।
কারো ভালো না ভাবা ‘প্রতিহিংসা পালিত’ সন্দেহজনক ভালোবাসা আছে।
লাঞ্ছিত করা প্রথাগত মোড়কজাত সমাজ আছে।
অসহায় সত্যকে খুন করার মৃত্যুর কলিগ দুর্নীতি আছে।
শান্ত মিছিলে গুলি করার বিষম অটুট শাসন আছে।
সন্তান হারানো মায়ের অস্ফুট এবং অনন্ত আত্মনাদ আছে।
পেয়েই হারিয়ে ফেলার সমস্ত ছাপানো গভীর চাপা যন্ত্রণা আছে।
গুমড়ে ওঠা ঘনায়মান কান্না আছে।
জোড়া শালিকের মৃত্যু নিয়ে গজিয়ে ওঠা দিন আছে।
রাস্তাতে বাঁকা মুখ রেখে চলে যাওয়া স্থায়ি আনাড়ি মাস আছে।
একে অপরের ওপর হামলে পড়ে কামড়ে দেওয়ার রেওয়াজ আছে।
পাপকে পেটের মধ্যে মেরে ফেলার চিরকালীন চিকন চিকন মাপ আছে।
হিংসাকে মনের মধ্যে হেলায় পুষে রেখে বাস করার সম্পূর্ণ কদর আছে।
আরো আছে...
কত শুনবেন ?


মহাভারতের রাজা-প্রজার জীবনে
একবারই যা শুধু দৌপদ্রীর বস্ত্রহরণ হয়েছিল !
আর এ যুগে আমরা তো রোজ রোজ দেখি।
তখন একজন কুন্তি একজন কর্ণকেই বিসর্জন দিয়েছিলেন !
আর আমরা হাজার হাজার ভ্রূণ-কন্যাসন্তানদেরকে বিসর্জন দিচ্ছি।
রামায়নের সীতা-হরণ আজ
প্রতিদিন খবরের কাগজের প্রধান এবং নির্ধারিত শিরোনাম হয়।
আর স্বাভাবিকভাবেই এসব থেকেও যা নেই আমাদের
তা হল লজ্জা।
দুঃখ হয় এই ভেবে যে :
এতসব কিছু ঘটবার পরেও
তবু মানবতা আমাদের মনে খড়কুটো জোগাড় করে এনে
একদণ্ডের জন্যওবাসা বাঁধতে পারে না। ছিঃ !      



ভিডিও সিডি - "কাল সারারাত বৃষ্টি হয়েছিলো"
সুব্রত সামন্ত (বুবাই)
you tube - https://www.youtube.com/watch?v=69A2Mlw3YQY