মোরে ডাকিতেছো কী করে,
আমি থাকিব এই বাংলা ঘরে।
আমি জন্মেছি এই বাংলাতে,
এই বাংলাতে হবে একদিন মরতে।
আমার পূর্বপুরুষের মোহ জড়ায়ে মাটিরে,
আমি থাকিব এই মাটির তরে।
আমি মাটিরে সবুজ ফলাবো,
আমি আরও বাংলা সবুজ করাবো।
এখন জীবনে খুবই সবুজ প্রয়োজন,
বাংলার মতো আক্রান্ত,রোগে রয়েছে কত সজন।
মোরে ডাকিতেছো কী করে,
আমি থাকিবো বাংলা ঘরে।
আমি বাংলার প্রেমে জর্জরিত,
এই বাংলায় আমি বিরাজিত।
আমার মনের ঘরটা খুবই ছোটো,
বাংলা ছাড়া ঠাঁই নাই,যতই তুমি চটো ।।


রচনাকাল -
নিজ বাসভবন ,
23/01/2017,সোমবার,
সকাল -08:30,