আমার হৃদ মাঝারে রইয়াছো তুমি।
তোমারে দেখি নাই ওহে,অনুভবে শুধু আমি।।
তুমি যদি না থাকিতে ,মোরে মানুষ বলি গন্য করিত কারে।
তুমি খাঁটি তুমি সত্য,তোমার কথাই শোনা মনুষ্যের সৎ জীবনে অমৃত ন্যায় পথ্য।।
কারে বোঝাই তোমার এই বানী।
তুমিই পারো মনুষ্য জাতীরে সুপথেরে আনি।।
আমার হৃদ মাঝারে রইয়াছো তুমি ।
তোমারে দেখি নাই ওহে,অনুভবে শুধু আমি।।


রচনাকাল -
নিজ বাসভবন,
20/02/2017,সোমবার,
সকাল - 08:30,