ওগো ধৈর্য শূণ্য কিশোর-কিশোরী,
এই তো বয়স লক্ষ্য নির্ণয়ের তোমরা আসল কাণ্ডারী।
কিন্তু কেন শোনো না কেন মানো না কোন কথা,
আবেগ নয়নে শুধু দেখো কেন আপন ব্যথা।
সাময়িক প্রেম টানে ক্ষত হয় কেন বারে বারে,
ছেড়ে দাও না তাহারে,যে ফেলাবে ভবিষ্যত আঁধারে।
স্ব দর্পণে দেখা স্বপ্ন রইয়াছেতো নয়নে,
তাহলে স্মরণ করে এগিয়ে যাও মুক্ত মনে।
আরে এটাই সময় এগিয়ে যাওয়ার,
ব্যাকুলতা সমস্ত দূরে ফেলার।
পেছন ফিরে আর না দেখে,
স্থির মনে এগিয়ে যাও আপন বেশে।
সত্য যে আসিবে বহু বাধা বারে বারে,
তখনই দেখার, রইয়াছে কত ধৈর্য তোমারে।
আরে তোমরাই পারিবে ঘন কুয়াশার মোহ কাটিতে,
আর তোমরাই পারিবে প্রভাতের সূর্য আনিতে।
তাই বলি তোমরা ধৈর্য রাখো বারে বারে,
সাফল্য আসিবে তোমারে, আটকানোর তেজ আছে এমন কারে।
তোমরা ধৈর্য রাখো বারে বারে।।


রচনাকাল -
নিজ বাসভবন,
27/02/2017,সোমবার,
সন্ধ্যা- 6:50,