অঙ্গে অঙ্গে শিহরিয়া ওঠে ভালোবাসার আবেশ
পারিনা করিতে বশ,
হাতছানি দিয়াছিল জ্ঞান,শিক্ষার মতো সব।
উর্তি বয়সের জালে গিয়াছি জড়িয়া এমন,
তখন যাই করিতাম সায় দিয়াছিল এই নাবালক মন।
বুঝিতে পারিলাম এখন,
কি ভুল করিয়া ছিলাম তখন!
যদি করিতাম শিক্ষাকে কাবু,
হয়তো হতাম এখন সাহেব বা বাবু।
শিক্ষকের কথা যদি না শুনিতাম শয়নে,
আজ অশ্রুহীন থাকিত দু নয়নে।
কি বলিব হায়!
সবই কি ছিল কর্মের দায়?


রচনাকাল-
নিজ বাসভবন,
রবিবার,২৪/১২/২০১৬,
সকাল- ০৮ঃ১২,