উত্তরে ওই কালো মেঘ  উঠেছে এই দিনে,
বৃষ্টির মজা এবার এলো খোকার এ মনে।
খোকা আসে ব্যাঙের খোঁজে যখন ব্যাঙ ডাকে,
'যাসনে খোকা' ঘরের থেকে মা তখন হাঁকে।
কে শোনে মায়ের কথা আরে ছুটে চলে বিলে,
বৃষ্টিতে ভিজে ব্যাঙ ধরে, তা নিয়ে যায় চিলে।
আর বাবা আসে মাঠে থেকে,দেখে খোকা তারে,
ছুটে যায় বাড়ির দিকে, ঝাঁপ দেয় পুকুরে।
দেরিতে বৃষ্টি এলো,আরে দারুণ মজা নিয়ে,
অঙ্কুরিত ধান বুনে বাবা,শিখে খোকা গিয়ে।
এমন ভাবেই দিন চলে হাসি-মজা দিয়ে ,
কৃষকের খোকা কাজ শেখে,দারিদ্রই প্রিয়ে।।



রচনাকাল -
নিজ বাসভবন,
11/07/2017,
বিকেল -03:45,