প্রনমি তবে সত্য সাঁইজি।
তোমার করুণা অপার দেখছি।


এই ঘোর কলি যুগেও বিনামুল্যে কারিগরি শিক্ষা।
ভাবতেও অবাক লাগে দেখে এখানকার প্রতিজ্ঞা।


এক সাধু মোরে কহেছেন অর্থদান সবচেয়ে নিকৃষ্ট।
তাই মনে মনে ঠিক করলাম শ্রম ও বিদ্যা দানে হব নিযুক্ত।


দেখি অন্য সাঁইজির সাধকেরা কি ভাবে নেয় মোরে।
কারণ ওনাদের মধ্যেই আমি সাঁইজিকে নেব চিনে।


বাবা সত্য সাঁইজি তুমি সবারে দাও নির্মল আনন্দ।
আমার প্রাপ্তিস্বীকার তোমরা পাবে আমারে সানন্দ।