ওরা সবুজ রুটি বানায় গোখাদ্য ঘাস দিয়ে
ওরা পেট বড়ো বালাই শিরাওঠা হাতে
ঘাসরুটি বানায়, তাও বুঝি বাড়ন্ত পশু মানুষ মিলে
কংকালসার যেন ' মড়া চাঁদ ' ফ্রেমবন্দী,
কাড়াকাড়ি ছেঁড়া টুকরো শিশু বুড়ো বউ'ঝিয়ে !
ওরা বোধহয় শোনেনি ফরাসি বিপ্লবের গল্প --  
খিদেআগুনে পেট সেঁকে সেঁকে রাজ্যের দরিদ্র
প্রজার দল ঘাসরুটি খেয়েছিল সব ওদের মত  ;
রাণি শুনে প্রশ্ন করে -- ওরা ঘাসবিচুলি ফেলে
কেক খায়না কেন নির্বোধের দল, আমিতো সিংহাসনে, সমাধান দিলাম দ্রোহকালে....
ওরা সিধামনে সবুজরুটি বানায় ঘাস দিয়ে
লেচি কেটে পোড়া পোড়া ছোপ কাঠ কাঠ গায়ে
অনশন-বন্দী হুতাশন-পেটে  গিয়ে নিমেষে হজম
ওরা আবার লেচি কাটে ছুঁচোর দৌড় পেটে...
ওরা জীবন মৃত্যুর মানে বোঝে না সাস্থ্যসিলেবাস
-- পুষ্টি ও গ্রোথ, বোঝে শুধু খিদে বড় শত্রু
ওরা তাই হাড় হাভাতে ঘাসরুটি গড়ে যুদ্ধ জিততে ;


রাজার নাক বন্ধ পায়না পোড়া গন্ধ
রাজার চোখ বর্ণান্ধ পায়না দেখতে
তাই ঘাসরুটির মড়াসবুজ বর্ণ !      


( করোনাত্রাসে ধ্বস্ত সারা পৃথিবী, মিডিয়াতে ক্ষুধাপীড়িত প্রত্যন্ত এক গ্রামের মানুষের ঘাসরুটি খাওয়ার ছবি দেখে আমার এমন অনুভূতি )