ঘুম ভেঙে সকালের চোখ
     মেখেছে ঘনকালো সবুজের অঞ্জন
     দিগন্ত ছেয়ে চিকণ হরিয়ালি খেত
     ছায়া টেনে বনভূমি ওপারে
     মহাকাল শীর্ষ ধূসর কতদূর
     উন্নত বৃক্ষশাখার ফাঁক দিয়ে ...


     রাতভর বৃষ্টি কেঁদেছিল থেকে থেকে
     ভিজে গেছে। ভোরের অলস হাওয়ায়
     বিছিয়ে কদম ফুলের স্তিমিত গন্ধে
     মনোপথে বিরহমুখ তরুণ আষাঢ়ের
     ব্যাথাভরা শীর্ণ মেঘ সজল ছায়া গায়ে চুপ  ;
     দূরে কেকারব র'য়ে র'য়ে তৃষ্ণার বুক
     ভাঙে , বিলাপি চক্রবাক ধৈর্যহারা চরে
     হাহাকার তুলে দিয়ে যায়
     কাতর যক্ষবুকে আসঙ্গ আবদ্ধ প্রেম
     ছুটে যেতে চায় শৃঙ্খল বাধা পায়ে
     স্বপ্ননীড় অলকার পথ অনেক দূর  ....


     --- হয়তো বা ঘুমভাঙা শ্রান্ত সকাল
     পদ্মপাতায় আঁকে অনাঘ্রাতা অপাপবিদ্ধা
     শকুন্তলার অমসৃণ প্রেম ; অনভিজ্ঞা অভিসার ,
     চিত্রার্পিত একমনাধ্যান দয়িত মিলনের
     অগ্রাহ্য অবহেলা করে -- অয়ং অহং ভো ! দুর্বাশার
     অকাট্য অভিশাপ,  আশংকায় বনভূমি ---
     এক গভীর মগ্নতা !  আচ্ছন্ন এ সকাল   ....