আমি ফুল দেখেছি, রূপের ঐশ্বর্য শেষতম
     উপভোগ করেছি,গন্ধসুরা আকন্ঠপানে মজেছি
     কিন্তু সহস্রকাঁটার আঘাত সয়ে
     ওর ফুটেওঠা দেখিনি কখনো...


                         ২                             ফুলের ঘায়ে মূর্ছা যায় যে পুরুষ, ' অপুরুষ '                                                                              
বদনাম জোটে তার কপালে,..জাতের কলঙ্ক,
যে পৌরুষ ফুলের রক্ত লুটে গলাটিপে মারে
যারে, সে হয় ফুলের কলঙ্ককিনী দামিনী সমাজে


                           ৩
গাছ থেকে তুলে আনি ষোড়শী রূপবতী ফুল
রাখি কপটবুকের ফুলদানিতে সাজিয়ে সোহাগে জলসাঘরে পানাহার মনোরঞ্জনী রাগে ঘুঙুরের মিঠা বোল, আমার যৌনখিদে মেটে যতক্ষণ ঋতুমতী  ক্লান্তফুলের আনন্দরস ফুরায় শরীরের নিয়মে
শুকিয়েওঠা বিবর্ণ কাঠ, আমি ফুলদানি ঝেড়ে ফেলে
নতুন একগোছা এনে আবার সাজাই সুললিত মাংস                                                                - লোলুপ পিশাচের অদম্য খিদে মেটাতে .....