' জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ ' লেলিহান আগুন
   কবি রচে গীত দৃশ্যকাব্যে সমাজ সমকালীন
   কুলবতী  নারী সঁপেছে প্রাণ তুচ্ছ আপন আপন
   রক্ষা পেয়েছে দেশের দশের অ-মূল্য সম্মান ।  


    জ্বল্ জ্বল্  চিতা দ্বিগুণ দ্বিগুণ উল্লাসে নাচে লোভের রাজ
    জ্বলন্ত কাঠ হাতে রক্ষণশীল, ঘোর অঘোরী  সমাজ
    সহমরণে শ্মশানে ওঠে ওরা অভাগিনী বিধবা
    ভয় কী তোদের পুণ্যস্বর্গবাস  পথরোধ করে কেবা।


    জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ, যুদ্ধ হুঙ্কার  সারা বিশ্ব জুড়ে
    হিটলারি ত্রাস, নিরীহ মানুষ বন্দী কাতারে কাতারে
    মারণ গ্যাসে গলিত মড়াদেহস্তুপ ভরে ওঠে জঞ্জালে
    ছুঁড়ে ছুঁড়ে দে সব শব লাশ্ গণচিতার গনগনে জ্বালে   ।


    জ্বল্ জ্বল্ চিতা দ্বিগুণ দ্বিগুণ সিরিয়ায় গোপন ঘরে
    জেলবন্দী শ'য়ে শ'য়ে বিনা বিচারে পিষে পিষে মারে
    বদ্ বু হাওয়ায়, পোড়া মাংস, কালো ঘেরে সমস্ত দিক
    আগুনের ধোঁয়া ঢেকে রাখে আমাদের বিষম পোড়া বিবেক ।