টিপ্ টিপ্ বৃষ্টি আশ্বিনের প্রাক্ শারদীয়া -
আমেজে জল ঢেলে রাস্তায় বেরিয়ে এলাম
মাথার উপর ছাতা,বেরসিক মেঘ নিজের নাক কেটে...


রুজির টান, টিউশন বাড়ি, নাহলে জম্পেশ তেলেভাজামুড়িশিল্প
ছেড়ে কে বের হয় ঘ্যানঘেনে পচাগন্দার মধ্যে! অথবা ভাবতে ভাবতে হাঁটছি অথবা হাঁটতে হাঁটতে ভাবছি....
নিজকথা না আমআদমি, ক্ষমতার রাজনীতি না ভাট গণতন্ত্র-
কপচানো বুলি কিংবা বিশ্বরূপ দর্শনের সঠিক যুক্তি বা ধান্দাবাজী গল্প,
মানুষ গাড়ী সাইকেল যন্তু ঝাপরা গাছ রাস্তার দুইধারে ঘাস--হেঁটে যাচ্ছে
খোলা ছাতা আমি শুদ্দু !
.....দাদা, ছাতাটা এবার বন্ধ করুন, অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে --
পিছন থেকে বিস্ময়াভিভূত একটি কন্ঠস্বর, বলতে বলতে আমার ভোলাভালা
গতিকে ধরে ফেললো, কিঞ্চিত লজ্জাবিব্রতবোধে পাশাপাশি হাঁটছি


আকাশের সিঁড়ি বেয়ে সন্ধ্যামেয়ে নেমে আসে বৃষ্টিতে ঘেমেনেয়ে পড়ন্ত সূর্যের                                                ঘোলাটে মুখ ছাইকালো ভেজা আঁচলে পুরোপুরি ঢেকে দিয়ে, জ্বলে উঠলো রাস্তার                                                      বাতিস্তম্ভগুলো ;
আলোআধাঁরিতে পথসাথির মুখে পঁচিশ ছাব্বিশের তারুণ্য, টান টান গতি এবং
তেমাথার মোড়ে দুদিকে বাঁক, আমি ডাইনে ও বাঁয়ে।  চোখে চোখ পড়তে
হেসে বলি -- আমি এরকমই।  শুনে পথিক তার শাদা শৃঙ্খলাবদ্ধদাঁতে হেসে বলে ওঠে
--- প্লিজ্ দাদা চিরকাল এরকমই থাকবেন   ;;;