আজকেই বোঝা যাবে
নিজেদের ভুল কি?
শাসনের বেড়াজালে
কাটাবার ফল কি?
ফুর্তির আঙিনাতে
হিসেবটা হয় কি?
অফিসে বসের কাছে
মাথা উঁচু থাকে কি?


স্বপ্নটা কেন কেউ
আটকাতে পারে না?
অশ্রুর ধারা কেন
ধরে রাখা যায় না?
চিন্তার হাত পা টা
কেন ছাঁটা হয় না?
বিশ্বাসে মেলে জেনে
তর্ক কি হয় না?


আনন্দ চেপে রেখে
গম্ভীর ভাব কেন?
মন প্রাণ মিলে গেলে
আগে পিছে ভাবো কেন?
ধর্মের ভয় পেয়ে
যাও কেন গুটিয়ে?
ভেতরের কষ্টটা
কেন যাও এড়িয়ে?


সাফল্য পাও তুমি
অন্যকে হারিয়ে?
জীবনটা ভোগ কর
সবাইকে ঠকিয়ে?
নিজসুখ পেতে গিয়ে
বলি দাও কাউকে?
অভিনয়ে দিয়েছ কি
কারো মাথা ঘুরিয়ে?


সর্বদা ভাবো কেন
কি পেলাম, কি পেলাম?
অপরের দুঃখে
কবে তুমি কাঁদবে?
কবে নিজে এগিয়ে
দেবে হাত বাড়িয়ে?
অসহায় মানুষ কে
প্রাণ দেবে বিলিয়ে?


কেন কর বারবার
দুর্বল সংহার?
সাফল্য পেতে গিয়ে
কেন কর শর্টকাট?
অন্যের প্রয়োজনে
নাও কেন গুছিয়ে?
উপদেশ দিতে কেন
চারদিকে আহ্বান?


সত্যিটা মেনে নিয়ে
মনটাকে বড় ভেবে,
নিষেধের বেড়া ভেঙে
চলো যাই হারিয়ে।
মৃত্যুকে দূরে রেখে
সবাই কে খুশী করে,
একটাই জীবনে
হার হলে ক্ষতি কি?