মনটা আমার যাচ্ছে উড়ে
অনেক দূরে,
সাত সমুদ্র পেরিয়ে গিয়ে
তেপান্তরে।

আমার সাথে আকাশ পথে
মেঘ ছানারা,
পথের পাশে মাথা নাড়ে
গাছপালারা।

কুকুরগুলো ঘাড় বেঁকিয়ে
জরিপ করে,
হাট বসেছে সোনা রোদে
নদীর ধারে।

দখিন বাতাস বইছে জোরে
চারিপাশে,
শৈশব টা আসছে ছুটে
হৃদয় মাঝে।

রাশি রাশি গোলাপ ফুলে
পথটি ঢেকে,
সবুজ তোরণ পথের শেষে
তৈরি আছে।

শঙ্খধ্বনি মুহুর্মুহুঃ
উঠছে বেজে,
রাজকুমারী অচিন দেশের
অপেক্ষাতে?