হিংসার আগুনে দগ্ধ হৃদয়ের কোনে;
আশার প্রদীপের নিবু নিবু আলোয়,
চেয়ে রয় বিবেক একা কোন কাননে?
নির্বাসিত প্রত্যাশার অচেনা নীলয়।
সুখের চোরাবালি গোগ্রাসে আস্বাদনে,
সম্মুখে সমুদ্র নোনাজলে সূচীস্নানে,
বিধাতার হাতে তব মমতার সনে
কে করিবে নাশ এই শুদ্ধতার বানে?


পাপের পরশে উল্টোপথে ছুটে তরী;
ভাবনার অন্তরালে পিচাশের ছায়া,
ঈশান কোনে উড়ে অমানিশার ঘুড়ি
কেন জড়ায়ে রেখো তব মিছে এ কায়া?
মনের ঘরে রেখোনা হিংসার অনল,
সিঞ্চন করো বারে শান্তির নব জল।


০১/০৯/২০১৫