খালপাড়ে সবুজ ঘাসে লাল গালিচা;
শুয়ে থাকা বন্ধু তুমি তরতাজা প্রাণ,
বুনেছিলে বীর বেশে নতুন বাগিচা,
এই দেশে এই দিনে বিজয়ের গান।
পথের ধারে খুঁজে ফেরে ছেলে হারা মা;
দেখেছ কি তুমি তার স্বপ্ন ভরা চোখ?
রাইফেল, খালি পায়ের সেই ছোট গাঁ,
সেই ছেলে দেশ জুড়ে নেই তার দুখ।


তোমাদের দেখেছিলেম বিজয়ী বেশে;
কেউ ফিরে কেউ দূরে বুকে জমা কথা,
এক বাক্যে চলে গেলে দেশ ভালোবেসে
মন মাঝে বাসা বাধেঁ সুখ-দুখ-ব্যাথা।
তোমার পতাকা লয়ে বিশ্ব জুড়ে আমি,
একটি জয়, ছোট দেশ ,এ জন্মভূমি।।


১২/১৫/২০১৪