ম্যাকআপ মেখে যায় না চেনা
ফানুস সাজা ঢং,
জং ধরা টিন যায়না ঢাকা
যতই লাগাও রঙ!


মূর্খ লোকের কথায় চিনি
পোশাক দেখে নয়,
জ্ঞানী লোকের চাল-চলনে
আসল পরিচয়।


গানের শিল্পী কণ্ঠ-স্বরে
তালে তবলচি,
বৌ কখনো হয় না মেয়ে
যদি ভাবেন ঝি!


দুঃখের সাথী হয়না বিড়ি
মদে হয়না মিল,
বেটে তুমি বেটেই রবে
যতই পর হিল!


গরু বলে দিচ্ছ গালি
খাচ্ছ দুধের সর,
সুখের দিনের বন্ধু যারা
ওরাই কিন্তু পর।


কপাল তোমার কপাল আমার
ভাগ্য কিছু নয়,
অধ্যাবসায় সফল জীবন
পরিশ্রমেই জয়।


মেরিল্যান্ড, এপ্রিল ১৬, ২০২৪