উঠে গেছো কোন সে ভোরে
আমার পাশ থেকে
বাসি বিছানায় গায়ের ছাপ,
এখনও পড়ে আছে।
আমি খুঁজেছি কত
হলুদ পাখীর ঠোঁটে,
মতি ঝিল পেরিয়ে ধানের ক্ষেতে,
ঐ হাড়ি পাড়ার ভাঙা মেলার পথে,
হয়ত চলে গেছ তুমি
আমার ওঠার আগে।
সে বারে যে কেঁদেছিলে গাঁয়ের পথে ?
সে কথা সবাইকে শুধাই।
রাঙা ধূলো, আম বট
সাদা বক,
ফিঙে চড়ুই-কেউই তোমাকে দেখে নি।
সে পাড়ার গোয়ালি বলে গেল
মর্জিনা-র আজ সাধি
দুমড়ে গেল বুক ।
জানো, আমার সব হাসির মধ্যে ছিল তোমার হাসি
সব আনন্দে
তোমার নুপূরের ছন্দ,
স্বপ্নে ছিল তোমার সব রাত জাগা রাত।
তবুও শেষ বারের মত যদি একবার বলতে
"ভালোবাসো"
আমি না হয়
মুসলিম হতে পারতাম ?


।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।