বহু দিন পর তোমার কথা মনে পড়ল
এখন বাইরে উত্তুরে শীত
শিশীরে গা ধুয়েছে ধূলো
জোনাকি কলমির ডগায়
ঐ কুয়াশার আকাশে তোমার মত
আধ বয়সি চাঁদ।
অন্তরে তোমার জলছবি পীত পীত করছে
স্পষ্ট মনে  পড়ে না
শেষ কবে দেখা হয়েছিল।
কি ভাবে বোঝাব তোমায়
ছন্নছাড়া শব্দ গুলো বেশ্যার দরজায়
অর্থের লালসায় মস্তষ্ক,  জিলেপির প্যাঁচ
সুখের খোঁজে
বিরামহীন পরিশ্রম।
ঘর সংসার দায়িত্ববোধের গ্রাস
জীবন ওষ্ঠাগত
শুধু ঈশ্বরের অনুমোদনের অপেক্ষায়।
কি লিখি তোমায়
আজ কিছু মনে পড়ছে না
তবে কি আমি তোমার কাছ থেকে
হারিয়ে গেলাম।