আজও খুঁজি বিদীর্ন মাঠের পরে
ধানের শীষ,শালিকের ভীড় !
শুনতে পাই পাড়ভাঙ্গা নদীতে
খসে  পড়া তীরের পরে কুঁড়ো ঘরগুলোর শব্দ ।
নিম গাছের ডালে কাল পেঁচার ডাক ভয় পায় নেংটি ইঁদুর,ভয় পায় উপোষি চাষী।
শিশুরা বটচুলে দোলাঝুলে,
মেখেরোদ্দুর সারাদুপুর ।
তারা জানে না ঘরে অভাব ।
কে বা মনে রাখে
হেমন্তের অবিরল পাতার মত ঝরে গেছে কত ক্ষুদার্ত হাঁ,
পেটের দাবীতে এই নিষ্ফলা বারুদ মাটিতে ।
তবু আমি খুঁজি পৃথিবীর পথে ,
হিমালয় থেকে কন্যাকুমারি,যশোর থেকে করাচী
দ্বি পদ প্রানীর ভীড়ে,
খুঁজি অবিকল তার মুখ।
তার উদ্ধত যৌবন
আবরনহীন ঢলে পড়া বুক
বারবার বিরক্ত করা ঐ এলচুল ।
কত শঙ্কিত মিলন পুড়ে খাক কত আস্ত দুপুর,
খুঁজি সেই সব বালুকাবেলার পড়ন্ত রোদ্দুর ।
সে যে চলে গেছে
রোবটের মত হৃদয়হীন ভাবে,
মৃত্যু স্তূপের উপর দিয়ে ।
পার চিহ্ন ফেলে গেছে আমার উঠোন পরে অনেক যুগ আগে ।
সেদিন থেকে আজও আমি খুঁজি বেড়াই ,
আমার সেই বনলতা সেন কে ।।