আমি আছি দাঁড়িয়ে ১লা বৈশাখের দ্বারে।
রৌদ্রতাপ দাহ উপেখ্যা করে,
ভেজা তলোয়ার হাতে।
যেন ঢুকতে না পারে বর্বরের দল,
আমার মাতৃ বুকে।
আমি ধ্বংস করব তাদের তীখ্ন ধারে।
ফালাফালা করে চুমুখাবো মাটিতে।
আর নয়  ধষিঁতার কান্না অসহায়ের সাজা,
এসেছি বীর মায়ের দামাল ছেলে এবার তোরা ফিরে যা।
আর নয়  নিয়মিত অশ্রু ঝরা, এ কংক্রীট প্রতিজ্ঞা।
আজ দেবতার পৌষ মাস,
সুখের আবাস ।
আমি করি না ভয় ভাবি না ভবিষ্ৎ।
মৃত্যুর সাথে সহবাস করি,
গর্ভে ঢালি দুঃসাহসের বীজ,
আমার রক্ত খাওয়ার অভ্যাস।
ডান হাতে যমের ত্রিশূল আমার বাম হাতে তরবার।
আমি সুখ দেবার নিয়েছি মহাভার।
এবার তোরা ফিরে যা।।
১লা বৈশাখ ১৪২৩