আমি সেদিন ই বিশ্রাম নেব
মানুষ্ যবে তার অধিকার ফিরে পাবে ,
পেট ভরে দুটো খাবে।
বারুদ গন্ধ বাতাস ছেড়ে -নির্মল বাতাসে পাস ফিরে শুবে
আমি পাহারা দিবো তাদের  সারারাত জেগে।
যারা কেড়েছে হাজার মার সিঁথির -সিন্দুর ,
গরিবের পরিশ্রম ,ভিখারীর ঘোর -দোর্।
আমি ছাড়বো না তাদের
মারব টুঁটি টিপে।
অলি -গলি রক্তে ভিজা আজ
মা- বোন্  মাথাকুড়ে আইনের নিষ্টুর দরজায়।  
আমি দুর্বাসা-জলন্ত উল্কা।
আমি উন্মাদ।
রক্ত খাওয়া আমার অভ্যাস
যুগ যুগ ধরে আছি বসে -ওঠ পেতে রক্তের নেশা ধরবে কবে।
যারা মেরেছে কোটি মায়ের সন্তান।
হাড় -গোড় চিবিয়ে খাবো তাদের।
আমি নরসিংগ রূপে  যুগেযুগে আসি অবতার হয়ে
ফিরে যাই রক্তে খেয়ে ,রক্তে  স্নান করে।
আমি চাই শুধু রক্ত।
রক্ত পাত না হলে যে পৃথিবী উর্বর হয় না
ধাক্কা না দিলে যেমন মানুষ্ নড়ে না। .................
তারপর ঘুমাবো সুন্দরী প্রিয়ার  কোলে
চির জন্মের মত।
আমি সেই দিন হব শান্ত।
  ...................