এই নিয়ে ছ টা বসন্ত পাঁচ টা শীত গেল
রাখল ঘরে ফিরল
সূর্য উঠলো -অস্ত গেল
পাসের বাড়ির ছেলে হলো
তুমি এলে না..........
কথা দিয়ে ছিলে গেলা বর্ষায় তুমি আসবে
ভিজব একসাথে ,
ঘুরবো নদীর গা ঘেঁসে ,
ঝুলবো সেই বট গাছটার চুল ধরে।
দুজন মিলে ঘর বাঁধব - আলমারি -আলনা সাজাবো কতকি।
তুমি আসনি
আমি এখনো সেই তিন রাস্তার মোড়ে
আছি তোমার পথ চেয়ে।
সমুদ্রে ডুব দিয়ে মুক্তো এনেছি কুড়িয়ে গলায় পরাব বলে ,
কানে ঝোলাব
দ্বিতীয়ার তিথীর আধ ফালি চাঁদ।
রামধনু থেকে লাল রং চুরি করে
আলতা পারব পায়ে ,
আর গাল রাঙাব হাজার চুমায়
কেউ রাঙা বার আগে।
আস যদি -না হয় তোমার পায়ের নূপুর হবো
ঘুরব ধূলো মেখে সকাল থেকে -সাঁঝে। তোমার পায়ে পায়ে
রাত জাগব -তারা হয়ে.
ঘুম ভাঙ্গবো পাখি হয়ে যদি আসো ফিরে
এখনো আছি বসে
তিন রাস্তার মোড়ে।