মন কয় আমি দুর্বল তোকে ছাড়া ।
    আমি যে বেহায়া লজ্জা ছাড়া
    সবকিছু খুইয়ে যদি হারাই তাকে
           প্রেম কয় কাঁদতে কাঁদতে ।
মন কয় কেন দিলি সব উজাড় করে!
সবকিছু না দিলে মন পাবো কি করে
         .  .          প্রেম কয় তারে।
                       প্রেম কয়, , মন?
তুই ত বাদ-বিচার করিস
আগে পিছে ভাবিস
তবুও কেন দুর্বল  তুই আজি।
আমি ত প্রেম
আমি ঠোঁটে , বুকে তল পেটে শরীরের সর্বত্র!
মন কয় তাই তোর এতো হারানোর ভয়!
প্রেম কয়!
যা কিছু সম্বল সঙ্চয় সব না দিলে
মনকি পাওয়া যায় ।
মন কয়.  .  .  .
সবকিছু পাওয়ার পরে যদি ছেড়ে দেয়?
দু চোখে জল নিয়ে প্রেম কয়
নরম মনে বাঁচার থেকে কঠিন হয়ে মরবো।।