মেঘের কাছে জল চাইলাম
          চাষ করবো বলে !
আকাশ ভরা রোদ হলো
       বৃষ্টি হয়নি এক্কেবারে ।
রোদ চাইলাম সূর্যির কাছে
         ফসল কাটব বলে !
অমনি করে কালো মেঘে বৃষ্টি এলো ধেয়ে ।
          নষ্ট হলো সৃষ্টি সব
মরি দেনার দায়ে ।
মন্দিরে গেলাম ভগবানের কাছে
            সুখ চাইবো বলে !
ফিরে দেখি , ঘরটা ওরা ভেঙে দিল
               বেআইনি বলে ।
এখন আমি পথে পথে
ভিক্ষা করি ঝুলি কাঁধে ।
ভগবান?
একেমন বিচার
অভিযোগ তোমার কাছে
তোমার বিরুদ্ধে ।।


।।।।।।।।।।।।।।।।।।।।।।