লোহার খাঁচা সাজায় অন্ধ ভিখারী, বন্দী মেয়ে
উস্কোখুস্কো চুলভর্তি তামাটে ধুলোয় স্বপ্ন মাখে
যেমন তুমি জলাশয় খুঁজে মর মরীচিকা পেয়ে
হিসেব কর ধারদেনার, চলকে ওঠ তণ্বী কাঁখে


নাভিমূল, জিভ ছুঁলে উথালপাথাল আলসেমি
বনসাই ঝোপ ধরে নেমে যাওয়া অরণ্য শরীরে
তলপেট দেশ, আবাদী সাড়ে তিন হাত জমি
যা শুধু আমার ছিল তাকেও ঢেকেছ প্রাচীরে


পাথরে ভাঙছে মেঘ বৃষ্টির দিনে, জলজ সুখ
বুকের মাঝে কালশিটে দাগে, বাগেশ্বরী রাগে
সদ্য কাটা ম-ম ধানের মত চেয়ে আছ উন্মুখ
এভাবে কেউ তাকায়না, তাকায়নি এর আগে


উত্তমাশা অন্তরীপে, যৌবন রতি গোণে পাপে
ঠোঁট চিরে দেখি প্রত্যেক পৃষ্ঠায় ক্ষত অবিরত
একই স্বভাবে একই গড়নে ভালবাসার মাপে
সঙ্গম থেকে বিচ্ছেদে ঠিক যেন সিনেমার মত


জমানো ক্লেদ ঝরে মুষলধারে, আগাছা চাদরে
হে অনাবৃতা, এস অতীত মুছি মরসুমী আদরে