চোখ রাখি শক্ত খোলসে, যেটুকু বাকি, আন্দাজ
যেমন আবাদী জন্মদাগ আসলে জীবাণু, টিকা;
বেকার খুঁজি, হাতড়াই, যেন কলম্বাসী জাহাজ
ঘুরছে ফিরছে ডাইনে বাঁয়ে, তবুও মরীচিকা


অতএব চলো, ঠোঁটে বয়ে আনি স্বচ্ছ তরল
যতটা পারা যায়, তারপর দিই সজোরে ছুঁড়ে
জং ধরা হাতে, অ্যাসিড কামানের শোণিত নল
নিশানায় বুক, তুলে আনি নরম চিবু্‌ক, উপড়ে


এ কামানে মরচে শতাব্দীর, মিথোজীবী প্রাচীরে
শয়তানি জিভ চাটি, শাঁস খুঁজি; বাকি আছে অল্প,
দুহাতে ভর দিই, নখ-আঁচড় প্রাণপণ এই দুপুরে
কেড়ে নেওয়া; যা রীতি, রবিবারের সেরা গল্প


তুলোনরম যেটুকু তোষকে, পোশাকীয় পরম সুখে
চলো ঠোকরাই, চলো কামড়াই, অ্যাসিড ছুঁড়ি মুখে