টলমলে নৌকোর নষ্ট পাটাতন, আরেকটা গুমোট দুপুর
মুছে দিল যত অলিখিত সীমারেখা, অবাধ্য শতাব্দীর
জমিধুলো সরিয়ে মৃগনাভি খুঁজল আঙুল, অনেক দূর,
যেমন চোখের কাজল, ঘন কালো অথচ কি অস্থির


যা কেউ ছুঁয়ে দেখেনি, রোদচশমার ওপারে একাকী
আলপনা, সেও শুকোয় একসময়, যেরকম যাপন
সুখ দাগ রাখল ঠোঁটে, অজস্র আঁচড়, আঁকিবুকি
লিখল কল্পনা তীব্র নখে, অসহ্য, তবু ভীষণ আপন


ততটাই, যতটা দুদিনের নিষিদ্ধ আলাপী শরীর, যার
এঁটো ধোঁয়া মাঝ গঙ্গায় খুঁজল চারদেওয়াল, পিছুটান
জোয়ার ভাঁটায়, স্রোত মাপলো মাতাল বিদেশিনী, আর
অসমাপ্ত ভাঁজে জমাল আদর, বাকিটা শূন্যস্হান


সেখানে উদ্বৃত্ত যা কিছু ভিজলো ভ্যাপসা গরমে, ঘামে,
জমাট বাষ্পকণা ঝাঁপ দিল বৃত্তফোঁটায়, প্রিয় ডাকনামে