লালমাটি আর পিচের দুরকম রাস্তায় যত ওম
ছিল, গলে গেছে নিভু নিভু বাতিঘুমে, মোমসকালে
ফজরের আজান চায়ের ধোঁয়ায় ভেজা চিবুকে নরম
আঙুল রাখে, ইচ্ছেকথা ম্যাজিক স্বপ্নের গল্প বলে


সেসব নিয়েই পরমাণু চিঠি, অসময়ে সন্ধ্যা আরতি
আর মাঘরীব ছন্দে একটানা ল্যাম্পপোস্ট জ্বালানো  
টেবিলের অন্যপ্রান্তে, চুমুকফিতে লম্বা চুমুক বিরতি,
তবু বলা যায়না ভালবাসি, তবু শব্দ হাতড়ানো;


এসব নুড়িপাথর তোমরাই সাজিয়েছ, কাঁটাতার
মাঝে কাটাকুটি খেলে স্পর্শক দুজন, মেট্রো দরজায়
ঈশ্বর ও আল্লা নির্বাক, প্রেমিক হাত আজ প্রেমিকার
লুকোচুরি আবদার চোখে, আবার দেখা করা যায় ??


অবাধ্য ঋতুতে দেখা হবেই, যার বাঁকে জল জমে রোজ
অবেলার দুপুরে, আপাততঃ আয়, খুচরো আদর খোঁজ