মাঠ ছেড়ে ওই দূর দিগন্তে, মন ছুটে চলে তারার খোঁজে।
অদৃষ্ট কে আপন করে নেয়- দুই হাতের তালুতে পুরে।
অন্ধকার নামে সীমানা ঘেঁষে, একটা ঠাণ্ডা অনুভূতি ;
ভিতরে ব্যস্ততার ভিড়,হারিয়ে গেছে স্থবিরতা কোন সুদূর আটলান্টিকে!
তানপুরার তার ছেঁড়ে কোনো ক্ষুধার্ত ইদুরের কাতর চিৎকার।
এটা কি কোনো তথাকথিত সৃষ্টিছাড়া পৃথিবী ?
নাকি কোনো গান যার অন্তরা এখনও অধরা -
আমি সেলোফেন বক্সের টুকরো হওয়া স্মৃতির সওয়ারি করে ফিরি,
ব্যস্ত ঘড়ি আজও সময় গোনে, গুনে চলে , গুনেই চলে।
এভাবেই হয়ত কোনোদিন চলে যাব,
এই কোলাহল থেকে অনেক অনেক দূরে।
পাহাড়ের মেঘের দেশে,
ক্লান্ত ,ঘামে ভেজা শরীর লুটিয়ে পরবে ঘাসে'র শিশিরে,
নিথর থেথাম পুঞ্জীভূত বাষ্প ,একরাশ ভালোবাসা বিছিয়ে উড়ে যাবে।।
রক্তাক্ত দেহে শেষে জুটবে কিছু কাটা দাগ।
ছিনিয়ে নেওয়া সম্পদের ভার কারোর হাতে,
সে মরে যেতে যেতে চকিতে বলে যেতে পারে, '' কৈ, কোথায়,কেও তো নেই।"
একবিন্দু  অভীপ্সা অভিধানে লেখা হতে পারে,
তার গন্ধ ঢুকে যেতে পারে মজ্জার ভিতরে,
নড়বড়ে মেরুদণ্ডে আরো একবার বজ্রাঘাত। ।