আমি বারবার মৃত প্রজাপতিদের সাথে ঘর বাঁধি
আমি বারবার হেরে গিয়েও উল্লাসে মেতে উঠি,
তুমি ডুবে যাওয়া হিমশৈলের মতো লুকিয়ে থেকো
আমি যোগ ভুলে গিয়ে অঙ্ক মেলাই, করে কাটাকুটি।
আমি চায়ের কাপে ডুবিয়ে দিয়েছি আমার নিঃস্বার্থ প্রেম
আমি কাটা ঘুড়ির মতো উড়ে যাই মেঘের ভিতর দিয়ে
তুমি পরিযায়ীদের মতো একটা ঋতুতেই ফিরে এসো
আমি নতুন ভোরে স্বপ্ন দেখি, শুধু তোমায় সঙ্গে নিয়ে।
আমার গিটারের কাটা তারে আজও তোমার নামটি বাজে
বারবার আমি শূন্য মাঠে তোমার আদর মাখতে চাই
তবুও তুমি সেই মৃত পাখিদের ভীড়ে আমায় খুঁজতে থেকো
একটু থেকে যেও এই জল স্থল আর মেঘেদের সীমানায়।
আমার কেমিস্ট্রির ভাঁজে আজও লুকিয়ে আমাদের মিস্ট্রি
আজও পুরানো চিরকূটে লুকিয়ে আছে আমাদের খুনসুটি,
তুমি মেঘেদের সীমানা ছাড়িয়ে তারাদের দেশে গিয়েছো
আমাদের গল্পে পরাজিত আমায় ছেড়ে, তুমি নিয়েছো ছুটি।


২৯ শে মার্চ, ২০২৪
দোবিলা, স্বরূপনগর