স্বপ্ন কেমন একটা মুখ লুকোনো বালিশের নিচে গভীর ঘুম,
মনে পড়ে, স্বপ্ন কেমন যেনো বিস্মৃতি -
কোন একটা ঘর্ম জড়ানো ক্লান্তি শেষের নির্জনতা।
স্বপ্ন মানে বুঝি ভরদুপুরে রোদ্দুরের ঝিমানি কিংবা
মহাকাল ধরে জেগে ওঠার সুখ,
অথবা সেইসব মিথ্যা চোখের প্রার্থনা
নাহয় বিষণ্ণতার অক্সিডেশন।
জানো? স্বপ্ন কিছুই নয়, স্বপ্ন মানে কেরোসিন বাতি কিংবা অফুরান জোছনা।