অজু করে পবিত্র হও ,
আজান শুনে নামাজে যাও ।

ইনসান তুমি আল্লার সৃষ্টি ,
ঈমান আনো মেলে দৃষ্টি ।

উৎসব হয় ঈদের দিনে .
ঊর্ধ্বে আল্লাহ রাখো মনে ।

এক আল্লায় রাখো ঈমান ,
ঐশী বাণী বলে কোরান ।

ঋণ করা ভাল নয় ,
ঋণের বোঝা ভারী হয় ।

ওয়াদা করো জেনে শুনে ,
ঔষধ খাও নিয়ম মেনে ।

      ****


ইনসান - মানুষ
ঈমান- বিশ্বাস