সবাই বলে লক্ষ্মীছাড়া
আমি বলি বাঁধনহারা ,
লেখা পড়ায় মন নেই তার
খেলাধুলায় সময় পার ।

সবার চোখে দুষ্টু ছেলে
শান্ত সে হয় আদর পেলে ,
চোখ দু’টিতে স্বপ্ন ভরা
কণ্ঠ যে তার আগুন ঝরা ।

মিথ্যে কথার ধার ধরে না
সত্য বলায় হার মনে না ,
বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ে
সত্য ন্যায়ের ঝাণ্ডা ধরে ।

ভালবাসার কাঙ্গাল ছেলে
অবহেলায় দুঃখ মেলে ,
সেবা দিয়ে চায়না কিছু
টাকা কড়ির নেয়না পিছু

একটা শুধু ভাবনা যে তার
মানুষ কেন হয় দুরাচার
কেন তারা বিভেদ করে
ভাইয়ের হাতে রক্ত ঝরে

দস্যি ছেলের মন ক্ষেপেছে
দৃঢ় চিত্তে পণ করেছে ,
সবার মনে প্রেম ছড়াবে
দ্বন্দ্ব বিভেদ সব ফুরাবে ।