কবিতা পড়ি কবিতা লেখি
কবিতা যে মনোহরা ,
আবেগ দিয়ে আপন মনে
লিখেছি কবিতা ছড়া ।

নাম যশ চাইনা কিছুই
চাই শুধু ভালবাসা ,
কবিতা মোর পড়বে সবাই
এই টুকু রাখি আশা ।

জীবন মুখী কবিতা আর
লেখি ছোটদের ছড়া ,
মানবতা ভাবনায় লেখি
কত কথা মন গড়া ।

প্রেমের কবিতা লেখি আমি
আবেগের তাড়নায়,
মনে আশা প্রিয়ার হৃদয়ে
যদি দোলা দিয়ে যায়।

কবিতায় সতত এ মন
হয়ে থাকে আত্মহারা,
ভরবে না মন পাঠকের
খুব ভাললাগা ছাড়া।