যান্ত্রিক এই শহরে মানুষের ব‍্যস্ততা এতটাই,
মনে হয় ওরা মানুষ নয় ওরা যেন রোবট,
রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ হয় ওদের জীবন।
প্রতিদিন একই সময়ে একই রুটি নে
পথ চলা একই নিয়মে কাজ,
মাঝে মধ‍্যে বিঘ্ন ঘটায় রাস্তার যানজট,
ট্রাফিক জ‍্যাম আর ভি আই পি প্রোটোকল!
অনেক অনিয়ম বিশৃঙ্খলা চারপাশে,
কোন প্রতিবাদ নেই!
বিচিত্র এ শহর রাজধানী ঢাকা!
মনে হয় এ শহর আর আগের মত
মানুষের রক্তে জ্বালা ধরায় না,
ভাবতে অবাক লাগে এ শহরেই হয়েছিল
বায়ান্নোর ভাষা আন্দোলন,
ঊনসত্তরের গণঅভ‍্যুত্থান,
একাত্তরে মুক্তিযুদ্ধের সূচনা আর
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন।
জানিনা কোন যাদুমন্ত্রে এ শহরের মানুষ
বিদ্রোহী থেকে অনুগত হয়েছে দুর্নীতির,
অধিকার আদায়ের ভাবনা ছেড়ে ধরেছে
বাঁকা পথ স্বার্থের।