ইচ্ছে গুলো মেলছে ডানা
পাখির মত উড়তে,
ইচ্ছে করে তোমার দু'হাত
শক্ত করে ধরতে।
হাত ধরতে যখন আমি
এলাম তোমার কাছে,
বললে তুমি টাকা পয়সা
কেমন তোমার আছে?
টাকা ছাড়া হয়না কিছু
সুখ থাকে না ঘরে,
দিনে রাতে ঝগড়া বিবাদ
অভাব ঘিরে ধরে!
ঘর করা আর হলোনা মোর
পথে পথে ঘুরি,
সব বেলাতে ভাত জোটে না
খাচ্ছি চিরা মুড়ি।
ইচ্ছে ছিল চড়বো গাড়ি
ঘুরবো দেশে দেশে,
টাকা কড়ির অভাবে তা
হয়নি পূরণ শেষে।
ইচ্ছে গুলো পথ হারালো
মেলে দিয়ে ডানা,
এলো মেলো ভাবনা এসে
মনে দিল হানা!
ইচ্ছে ছিল ভালবেসে
বন্ধু হবো সবার,
সে ইচ্ছে ও মরে গেল
সময় হলো যাবার!