তোমার কষ্টের কি শেষ নেই হে মেয়ে?
এভাবে কেঁদে কেঁদে নেত্রের জলকে বহিও না আর।
তোমার দুঃখে আমিও যে দুঃখ পাই,
তা’কি বোঝ না?
মনের এই বুলিতে বলি কত আর?
প্রারব্ধের দৃষ্টি কি শুধু তোমার উপরেই নাকি-
দুঃখের ফুলঝুরি একদিন সুখের বন্যা হয়ে দেখা দিবে তোমায়।
তোমার কাছে এখনও কি আমি শুধুই বন্ধু?
নাকি এটাকে আর একটু বেশীতে নিয়ে যাব আমরা ...
ভাবছি তোমায় ভালবাসবো খুব,
তোমার দুঃখকে ভাগ করে নেব সবি,
যাতে কষ্টের চেয়ে প্রেমশান্তি বেশি মনে হয়,
আর মনে হয় ছোট্ট এক স্বর্গোদ্যান যেন,
আমাদেরই ঘিরে থাকে সবসময়, কান্না ও হাসির মাঝে।
দ্বৈত যা আসার তা আসুক সাঁরা,
দুজন মিলেই দুঃখের ঠেকাব বিষম কড়া,
নৈলে দুজনেই সয়ে যাব চিরন্তন,
এ’ছিল আমার ব্যক্ততা, তুমি কি রাজি?
নাকি তোমার হৃদয়ের বাঁকা চাঁদের দিকে তাকিয়েই রবো আজীবন?
============
১৩-০৬-২০১৫
ধানমন্ডি, ঢাকা
স্টেপ