যদি ভালোবাসো আমায়!
ভয় পাচ্ছি না! তবে যদি ভুলেই ভালোবাসো আমায়?
তবে কি হবে?
আমি তো অপ্রস্তুত! তোমার আলিঙ্গনে!
শব্দই পাবনা কোন, সেই মুহূর্ত ব্যাখ্যা করার মত!
শুধুই কেঁদে যাও! তবু বলে যাব ভালবেসো না আমায়!
ঘৃণা কর! অভিশাপ দাও! দূরে থাকো আমার থেকে শতহাত!
কিংবা চাইনা কোন ফুলপহার তোমার থেকে,
ভালোবাসা দিও না, তোমার জন্য আছে কানায়কানায় ভর্তি ঘৃণা, হৃদভরে!
আর আমিই যাব না তোমার হৃদ মাঝে-কাছে ও ধারে ভুল করে।
তোমার প্রতি আশা কিংবা প্রত্যয় নেই আমার কোনো, রেখনা তুমিও,
বাজিওনা কখনো ওই প্রেম নামের খঞ্জনাটা আর,
শুধু শুধুই কানকে আমার কোরো না ঝালাপালা আবার?
তোমাকে ভালবাসবো না আমি! তুমি তো জানোই,
অবস্থান তোমার আমার পদতলেই
পিষ্ট হয়ে কলার খোঁসার মতই,
দিয়ো না পিঁছলে আমায়! আবার, ধর্ম তোমার যেমন!
তুমি যদি থাকো ঠিক অবস্থানে,
তবে পিঁছলে দেয়াই ধৃষ্ট তোমার, তবে থাকই না তুমি
শোভা পায় যেখানে তোমাকে।।
======================
০৬-০৫-২০১৬
রায়ের বাজার, ধানমন্ডি, ঢাকা