আজ নেই সুখও, নেই কষ্ট, নেই বক্ষের হাহাকার,
তবু কেন হায় আমার হৃদয়ে অতৃপ্ততার হুঁশিয়ার।
সম্ভু-সেতাং তৃপ্তি সে তো কিঞ্চিৎ আমি চাইনা,
তবু যেন হায় একটি সুখও কদাচিৎ আমি পাইনা।
আদ্যোপান্ত ঘুরিয়া যবে ঠাওরে উঠেছি সবি,
কষ্ট যেন বাড়ছে তবু, তফাৎ যাচ্ছে রবি।
চন্দ্রটা হায় দূর থেকে ওই মুচকি হাসে দেখে,
কপালের ভাঁজে নিয়তি যেন দিয়ে যায় আজি এঁকে।
জীবন আমার দুঃচালিত হয়, দোটানায় বেঁকে বেঁকে।
যতদূর দেখি দুঃখ শুধু দিয়ে যায় রঙ মেখে।
আশাবাদী কোন নরের মত যবে হই প্রতিপাদ,
সুখ বাবাজী পালিয়ে যাবি কি আমার অপরাধ?
দেখছনা কি আজ সুখের খোঁজে ঘুরছি খালি হাত,
আমারও দিন আসবে ভেবেই, কাটছে কতক-রাত।
===================
১৩-১২-২০১৬
ধানমন্ডি, ঢাকা