শেষ রাতের আকাশঝরা শিশির চুয়ে চুয়ে পরে
দূর্বা ঘাসের ঠোঁটে।


মেটে পাখিদের শীতল ডিমের ভিতরে
জেগে উঠে উষ্ণ হাত,
ধীরে ধীরে মুছে যেতে থাকে শেষ রাত।


দূরের আযানের সাথে মিশে ভেসে আসে
সব হারানোর সুর,
বেজে চলে একটানা হৃদয়ের
ব... হু........দূ..........র
ব.......হু...........দূ.............র ।