নিঃসন্দেহে -
            হাসিই ভালো গোমরা মুখ থেকে
            লজ্জা ভালো নিলর্জ্জতা থেকে
            কথা বলা ভালো নিরবতা থেকে
            প্রতিবাদ ভালো চুপ করে সহ্য করা থেকে
            চুপ থাকা ভালো না-বুঝে কথা বলা থেকে
            গান, কবিতা, গল্প, শিল্প ভালো
           চুগলি করা থেকে
            সভ্যতা ভালো অভদ্রতা থেকে
    আশা ভালো হতাশা থেকে
            জ্ঞান ভালো সীমাবদ্ধতা থেকে
            যতœ ভালো অবজ্ঞা করা থেকে
            স্বচ্ছতা ভালো বিভ্রান্তির আড়াল থেকে
            দল ভালো বিচ্ছিন্নতা থেকে
            একাত্ততা ভালো সাম্প্রদায়িকতা থেকে
            বিশ্বাস ভালো সন্দেহ থেকে
            ভালোবাসা ভালো হিংসা থেকে
            দান করা ভালো ঋণ দেয়া থেকে
            পরিশ্রম ভালো অলসতা থেকে
            লক্ষ্য থাকা ভালো উদ্দেশ্যহীনতা থেকে
            বুদ্ধি করে চলা ভালো বোকা বনে যাওয়া থেকে
            নিয়ম ভালো বিশৃংখলা থেকে
            পরিকল্পনা করা ভালো ষড়যন্ত্র করা থেকে
            ক্ষমা ভালো প্রতিশোধ নেয়া থেকে
            শান্তি ভালো ধ্বংসযজ্ঞ থেকে
            মানবতা ভালো নিঃসংসতা থেকে
            ভালো কাজে সাহায্য করা ভালো,
                  মতবিরোধ তৈরী করা থেকে
           এগিয়ে যাওয়া ভালো পিছিয়ে পড়া থেকে
          সত্য ভালো মিথ্যা থেকে - যেমন আলো ভালো                    
                    অন্ধকার থেকে
          সবকিছু পরিমিত ভালো সীমালঙ্ঘন করা থেকে।
পৃথিবীর যেকোনো কোনে, যেকোনো সময়,
যেকারো জন্য, যে কোনোক্ষেত্রে,
যা ভালো তাই ভালো
           কালের আগে-পরে, যুগ-যুগান্তর ধরে।
জীবন থাকতে, হয়ত জীবনেরও পরে।