কবে জানি মনে ,প্রতূষ্য ভোরে
                         আমারে আনিয়া ছিলে তীরে
               আপন তরী ভাসা'ইলে ওরে
                        মাতাল যমুনার লহরী ভীড়ে ।


       তরী একবার ডুবে ও লহরী তোড়ে
              আরেক ভাসায় তরী ও লহরী'ই চুমে
      প্রেম সুধায় মত্ত তব যমুনার 'পরে
           ঢেউগুলো তীর হতে আসে ফিরে ফিরে
       যতবারি মাখে প্রেম তব কাছে এসে
                    ততবারি ভাঙ্গে কূল বিরহ ত্রাসে।


                তরীর এ পারে বসে দেখেছিনু হেসে
                      যমুনার বিরহ যমুনাতে ভাসে
                 ঢেউ গুলো অকারণে দুকূল ভাঙ্গে।
    বেলা ঘনায়ে আসি, যমুনার কূলে
                           ঢেউগুলো শান্ত ক্লান্তির ভুলে
     সুখের তরী এবার আসিবে কূলে
                     ঢেউগুলো কিনারে উঠিছে ফুলে।


             ঢেউ ফুলে তরী দুলে দুলে যমুনা
                আমি দুলি তুমি দুল জল ভোলো না
            তরী গেল, তুমি জলে ,আমি ভুলে তীরে
   যমুনার ঢেউগুলো আজো'ও ফিরে তীরে
                 আমি  তীরে তাই বুঝি যায় ফিরে নীড়ে।
যাহার প্রতিক্ষায় বসি হৃদ মালঞ্চ পুড়ে ,শূন্য
       ভরে আসিবে ফিরে-ধরা-ধামের বিদায় সেরে।