সাগর মরু কানন গিরি;
নীল গগনের বেহাগ চিরি
হানল আঘাত অরূণ ভেদী,
পাষাণ পুড়ে ভাঙ্'ল বীথি
মুক্তি লয়ে'ই জাগল সিঁথি।


আগল দোয়ার ভাঙ্'ল সকল
ভয়ের দোয়ার বাঁধল শিকল;
ঝড়-ঝঞ্চায়  করল বিকল
কন্ঠে জুড়ে সাত কলল।


দগ্ধ বুকের গন্ধ লয়ে'ই;
আপন লীলায় উঠল তেজে!
মুক্তি সাধের শপধ লয়ে,
জয় আনি'ল বঙ্গালয়ে
জাগ্ -রণে ছন্দ তালে।


প্রেম সাধিতে বক্ষ বলে,
গগন চিরি আনল ফিরি;
কুসুম কানন সাধল নিতি
আঁধার ধরায় জাগ্'ল বাতি।

আজকে যাহার করণ স্মৃতি!
আনল বুকে দারূণ প্রীতি
আনলে নতুন বল;
তুমি নজরুল, তুমি কল্লোল
তুমি বলের নতুন ছল।