হে মহৎ,মহৎ আলোর প্রাণ
              সকলের গীত জয়ও মাল্য গান
               আপনি  সেবিলে তব দ্বিধাহীন,
                 প্রেমময় নিঃস্বার্থ অমূল্য দান।


               আপনার পরশে লুকায়িত প্রাণ
                      রচিয়া মহাকাব্যের বাণী,
                       গাহে সাম্য শান্তির গান।
                     মরুর মাঝে বহিয়া আনে
                 নির্মল সজিবতায় স্বস্তির বান।


                        আপনার আলোয় যেন,
                    নিশিতের অন্ধকার ঘনায়ে
                           আসে,জীবন করিল
              আপনারে আপন আলোয় ধন্য।


           ওহে মানবতার প্রেমী, ওহে মহান
                       আপনারে রচি কেমনে
               আপনি আপন আলোয় মহান।


                      আমি ক্ষীণ, অতি নগ্ন্য
               আপনার আলয়ে আসি ধন্য!


            আপন আলয়ে মোর এই ভাবনা
             ধরণী হাসিবে মোদের সাধনা।